আমাদের সুন্দরবন
দুই বাংলার মাঝে আছে
এমন একটি বন
বসুন্ধরার সবাই চেনে
নাম তার সুন্দরবন।
এ বনেতে আছে রে ভাই
শত শত প্রাণ
প্রাণে মনে বাজতে থাকে
পাক-পাখালীর গান।
এ বন নাকি ধ্বংস করবে সেটা কি মানা যায়?
বন বাঁচাতে করছি লড়াই
ভয় করেছি জয়।
বন বাঁচাতে ভুবনে হলো
প্রথম প্রতিবাদ,
বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়লো
কাঁধে রেখে কাঁধ।
বিদ্যুৎকেন্দ্র চাই না মোরা
বন বাঁচাতে চাই
দুর্যোগে বন আমাদের
সহায় ছিলো তাই।
কেউ পারবে না ধ্বংস করতে
ভুবনের এই বন
জীবন দিয়ে রক্ষা করবো
আমাদের সুন্দরবন।