নির্বাচিত বই ।। কবিতাসমগ্র ।। নূরুল হক

কবিতাসমগ্র
লেখক: নূরুল হক 
প্রকাশক:চৈতন্য
প্রচ্ছদ:নির্ঝর নৈঃশব্দ্য 
মূদ্রিত মূল্য: ৫৫০/- 
স্টল: ২৫০-৫১

কবিতা সম্পর্কে 
সমকালীন বাংলা কবিতার সবচেয়ে গহীন ও নির্জন কাব্যসাধুর নাম কবি নূরুল হক। কবিতায় জীবনকেই প্রধান করে দেখেন তিনি। যাপিত জীবনের আঘাত, অর্জন ও প্রজ্ঞানগুলোই ছড়িয়ে পড়ে কবির রক্তদানায়। সময় এবং সমাজ থেকে কবি কোন ভাবেই ফসকে যেতে পারেন না। হোক রাজনৈতিক, হোক অরাজনৈতিক প্রত্যেকটা বিষয়কেই ব্যক্তিগত অভিজ্ঞতার ভেতর দিয়ে কবিতায় নামাতে হয়। নূরুল হকের কবিতা তাই সময় ও যাপিত জীবনের অভিজ্ঞান।
একটা পরম দরদী ভাষায় জীবনের সৌন্দর্য ও অতলতাকেই স্পর্শ করেছেন তিনি। রবীন্দ্রনাথের মতে কবি দুই ধরনের; বিশ^জগতের কবি এবং সাহিত্যজগতের কবি। বিশ^জগতের কবিরা জগতের মূল প্রস্্রবণ থেকে কবিতার সার বস্তু তুলে আনেন। আর সাহিত্যজগতের কবিরা কেবল রচনার কলাকৌশল ও আঙ্গিকের সমৃদ্ধি নিয়েই ব্যস্ত থাকেন। ভাষা ও শব্দ সুষমা, সাহিত্যতত্ত্বেই এঁদের মন ও প্রকৃতি। অন্যদিকে নূরুল হকের মতো বিশ্বজগতের কবিরা রক্তদানায় প্রবাহিত কথাকেই লিখতে থাকেন। শুধু কবিত্বের বিকিরণে তিনি সীমায়িত নন; বলার সহজতায় এবং অভিজ্ঞতার অপূর্বতায় তাঁর কবিতা জীবনের ছায়াতল। আসুন পাঠক বাংলা কবিতার এই নির্জন কাব্যসাধুকে জানি। ঘুরে ঘুরে দেখি তাঁর কবিতাশ্রম।

সমকালীন বাংলা কবিতার সবচেয়ে গহীন ও নির্জন কাব্যসাধুর নাম কবি নূরুল হক। কবিতায় জীবনকেই প্রধান করে দেখেন তিনি। যাপিত জীবনের আঘাত, অর্জন ও প্রজ্ঞানগুলোই ছড়িয়ে পড়ে কবির রক্তদানায়। সময় এবং সমাজ থেকে কবি কোন ভাবেই ফসকে যেতে পারেন না। হোক রাজনৈতিক, হোক অরাজনৈতিক প্রত্যেকটা বিষয়কেই ব্যক্তিগত অভিজ্ঞতার ভেতর দিয়ে কবিতায় নামাতে হয়। নূরুল হকের কবিতা তাই সময় ও যাপিত জীবনের অভিজ্ঞান।
একটা পরম দরদী ভাষায় জীবনের সৌন্দর্য ও অতলতাকেই স্পর্শ করেছেন তিনি। রবীন্দ্রনাথের মতে কবি দুই ধরনের; বিশ্ব জগতের কবি এবং সাহিত্যজগতের কবি। বিশ^জগতের কবিরা জগতের মূল প্রসবণ থেকে কবিতার সার ব¯‘ তুলে আনেন। আর সাহিত্যজগতের কবিরা কেবল রচনার কলাকৌশল ও আঙ্গিকের সমৃদ্ধি নিয়েই ব্যস্ত থাকেন। ভাষা ও শব্দ সুষমা, সাহিত্যতত্ত্বেই এঁদের মন ও প্রকৃতি। অন্যদিকে নূরুল হকের মতো বিশ্বজগতের কবিরা রক্তদানায় প্রবাহিত কথাকেই লিখতে থাকেন। শুধু কবিত্বের বিকিরণে তিনি সীমায়িত নন; বলার সহজতায় এবং অভিজ্ঞতার অপূর্বতায় তাঁর কবিতা জীবনের ছায়াতল। আসুন পাঠক বাংলা কবিতার এই নির্জন কাব্যসাধুকে জানি। ঘুরে ঘুরে দেখি তাঁর কবিতাশ্রম।

কবি পরিচিতিঃ 

নূরুল হক

কবি নূরুল হক’র জন্ম ২৫শে নভেম্বর ১৯৪৪, নেত্রকোনায়। তিনি একজন মুক্তিযোদ্ধা। মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সনে যুদ্ধ সেক্টর এগারোয় যুদ্ধ করেছেন। তিনি ১৯৬৯ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাকোত্তর ডিগ্রী লাভ করেছেন। দীর্ঘদিন শিক্ষকতার পর বর্তমানে অবসর জীবন যাপন করছেন।
তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়’ প্রকাশ হয়েছিলো ২০০৭ সালে, নিরন্তর প্রকাশনী থেকে। পরবর্তীতে ২০১০ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘একটি গাছের পদপ্রান্তে’, ২০১২ সালে মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা, ২০১৪ সালে ‘শাহবাগ থেকে মালো পাড়া’ এবং সর্বশেষ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ২০১৫ সালে ‘এ জীবন খসড়া জীবন।’

ফেসবুক পেইজ: www.facebook.com/nurulhaque1944

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top