প্রাকৃতজনের বসতে
(শওকত আলীর সঙ্গে আলাপন)
সাক্ষাৎকার গ্রহণে: মনোজ দে
প্রকাশক: বাংলানামা
প্রচ্ছদ: রহমান মুফিজ
মূদ্রিত মূল্য: ১৫০/-
স্টল: —
বই সম্পর্কে
২০১৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে দুদিন আমরা কথাসাহিত্যক শওকত আলীর বাসায় গিয়েছলাম। উদ্দেশ্য ছিল তাকে নিয়ে একটা তথ্যচিত্র নির্মাণের। তবে তথ্যচিত্র নির্মাণের ব্যাপারে তাকে রাজি করানো যায় নি। কিন্তু দুদিনেই বেশ কয়েকঘণ্টা তার সঙ্গে আলাপ হয়। তিনি তার জীবনের গল্পগুলো বলেন। তার দীর্ঘ জীবন পরিক্রমার এই গল্পগুলোর সাথে সাথে ইতিহাসের নানা বাকবদলের ঘটনাপ্রবহ উঠে আসে। গল্পের ঢংয়ে বলা সেসব আলাপচারিতা মলাটবদ্ধ হয়েছে প্রাকৃতজনের বসতে। ২০১৪ সালের রেকর্ডকৃত সেই আলাপন আলসেমির কারণেই এতদিন লিপিবদ্ধ করা হয়নি। হুট করেই সেটা এবারে বইয়ের মলাটে নিয়ে আসা সম্ভব হলো। বলা চলে খুব ছোট পরিসরে বইটি লেখক শওকত আলীর অটোবায়োগ্রাফিক্যাল জার্নি। জীবন অভিজ্ঞতার গল্প শোনাতে শোনাতে সেই সময়ের সমাজ-রাজনীতি-সংস্কৃতির একটা চকিত বর্ননা মিলে যায়। কেননা শওকত আলী জীবন, সময়, সমকালকে বিচ্ছিন্নভাবে দেখেন না।
লেখক পরিচিতিঃ