নির্বাচিত বই । বইমেলা ২০২৪ ।। অনুশ্রু ঈশ্বর । কাজী লাবণ্য

অনুশ্রু ঈশ্বর 
লেখক: কাজী লাবণ্য 
প্রচ্ছদ: রাজীব দত্ত 
প্রকাশক: বিদ্যাপ্রকাশ
মূল্য: ৪৫০/-  
স্টল নং: ৩২৬-৩২৯

এই কাহিনীটা লিখেছিলাম, সময়ের গায়ে ফোঁড় দিতে দিতে। লিখতে লিখতে থেমে গিয়েছি, ফেলে রেখেছি, অন্য গল্প লিখেছি। আবার ফিরে এসেছি কাহিনীর কাছে, কাহিনীর মানুষের কাছে, মেথরপল্লীতে, পুকুর পাড়ে, কিংবা পেল্লাই বাংলোতে। এভাবে একসময় লেখা শেষ হয় এবং প্রকাশের কথা ভাবি। তারপর আবার মন ঘুরে যায়, ভাবি থাক পরে কোনও একসময় প্রকাশ করা যাবে। কিন্তু মনে পড়ে, আয়ুরেখার ‘ফুসফুস’ ‘গুজগুজ’।

আলোর দেখা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের চিরায়ত, সেই আকাঙ্ক্ষায় যমুনা, হীরালাল, যদুলাল, সুধাবালারা আলোতে আসতে চায়।শৈত্যপ্রবাহের এক ভোরে ঘুম ভেঙে নীলু বুঝতে পারে না সে কোথায়, চোখ মেলে দেখে অপার্থিব এক উজ্জ্বল ভোর তার সামনে উদ্ভাসিত। মুগ্ধতায় আচ্ছন্ন নীলুও পরবর্তী সময় মানুষে মানুষে যে সম্পর্ক, যে আত্মজিজ্ঞাসা, যে লড়াই তাকে আলোতে আনতে আমাকে তাগাদা দিতে থাকে। এভাবেই মলাটবদ্ধ হয়ে ‘বিদ্যাপ্রকাশ’ এর স্টলে চলে আসে নীলু, হীরা, জিনি, যমুনা এবং আমার
‘অনশ্রু ঈশ্বর’।

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top