নির্বাচিত বই । বইমেলা ২০২৪ ।। পাহাড় ও সমতলের গল্প । খোকন দাস

পাহাড় ও সমতলের গল্প, খোকন দাসের তৃতীয় গল্প গ্রন্থ, প্রথম গল্প গ্রন্থ কাক ও অন্যান্য গল্প প্রকাশিত হয় ১৯১৮ সালে, ২০২০ সালে প্রকাশিত হয় দ্বিতীয় গল্প গ্রন্থ খড়ের মানুষ। আর এবারের বইমেলায় প্রকাশিত হলো পাহাড় ও সমতলের গল্প।

এই বইতে গল্প রয়েছে ছয়টি। গল্পগুলো হচ্ছে, স্যাটেলার জীবন, ওয়াছু রাবার বাগানে একদিন, শিকার, বৃষ্টিতে ভেজার দিন, লাল মোরগের ঝোল, পরগাছা।
পুঁজির কেন্দ্রীভুত হওয়ার প্রক্রিয়ায় সমাজের সংখ্যাগরিষ্ঠ যে অংশটা ক্রমাগত তলানিতে চলে যাচ্ছে সেই আনুভূমিক বিস্তৃত মানুষগুলোই মূলত তাঁর গল্পের উপজীব্য।

বইটা মেলার দুয়ার স্টলে পাওয়া যাচ্ছে। স্টল নং ৩৫৬

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top