নির্বাচিত বই । বইমেলা ২০২৪ ।। আফগান নারী লেখকদের নির্বাচিত গল্প । অনুবাদ- রুখসানা কাজল

আফগান নারী লেখকদের নির্বাচিত গল্প অনুবাদ করেছেন রুখসানা কাজল । অনুবাদ বিষয়েএটি লেখকের প্রথম বই। আফগান নারী লেখকদের গল্প নিয়ে বইটি রচিত হয়েছে। একাধিক আগ্রাসন শক্তির কাছে বার বার আক্রান্ত হচ্ছে আফগানিস্তান। যুদ্ধ চলছে সেও নানামুখী এবং নানা মতবাদে বিশ্বাসীদের মধ্যে। এ অবস্থায় নারী এবং শিশুদের যে করুণ, হতবাক অবস্থা সেগুলো ফুটে উঠেছে প্রবীণ নবীন নারী লেখকদের এই গল্পগুলোর মধ্যে। প্রকাশক গল্পকার প্রকাশনা। ২০২৪এর একুশে বইমেলা, ঢাকার গল্পকার প্রকাশনার স্টল নং ৫৮৩ এবং চট্টগ্রামের একুশে বইমেলার, গল্পকার প্রকাশনার স্টল নং ৭১ পাওয়া যাচ্ছে বইটি

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top