নির্বাচিত বই । বইমেলা ২০২৪ ।। নিরন্তর পুরুষভাবনা । আকিমুন রহমান

আকিমুন রহমানের ‘নিরন্তর পুরুষভাবনা’
বইটির উপশিরোনাম—’নারীরচিত রোমাঞ্চ-উপন্যাসে পুরুষ ভাবমূর্তি’। শিরোনাম আর উপশিরোনাম, দুই-ই বলে দিচ্ছে বইটির বিষয়-আশয়। গবেষক ড. আকিমুন রহমানের অন্বিষ্ট বিষয় নারী—পুরুষতন্ত্র-ঘনায়িত চিরায়ত নারীভাবনা। এ বইতেও তার ব্যতিক্রম হয়নি। এ বিষয়ে তাঁর রচিত অন্যান্য বই—’বিবি থেকে বেগম’, ‘পৌরাণিক পুরুষ’। একজন জনপ্রিয় নারী-সাহিত্যিক কালের প্রেক্ষাপটে কিভাবে গড়ে তোলেন তাঁর স্বপ্নপুরুষ, তারই বিবৃত ভাব বের হয়ে এসেছে বইটির মাধ্যমে।

মূলত রোমেনা আফাজের রোমাঞ্চোপন্যাস ‘দস্যু বনহুরে’র সমগ্র রচনার ওপর ভিত্তি করে খুবই স্বাদু গদ্যে গবেষণাকাজটি করেছেন লেখক। রোমেনা আফাজের সাহিত্যকর্মের ওপর কার কার সাহিত্যের প্রভাব পড়েছে, কোত্থেকে কতটুকু নিয়েছেন তিনি দস্যু বনহুরকে সৃজন করতে, তন্ন তন্ন করে লেখক তা দেখিয়ে দিয়েছেন তাঁর সৃষ্টিশীল গদ্যভাষার মাধ্যমে। শুধু দস্যু বনহুর নয়, গত শতকের ষাট দশকের অন্যান্য শক্তিমান নারী-লেখকের সাহিত্যকীর্তির পরিচয়ও তুলে ধরা হয়েছে তুলনামূলক আলোচনার মাধ্যমে।

………………………..
নিরন্তর পুরুষভাবনা—আকিমুন রহমান
গবেষণামূলক প্রবন্ধবই
প্রচ্ছদ : সব্যসাচী মিস্ত্রি
সংবেদ
মূল্য : ৪০০ টাকা
স্টল : ৩৫২-৩৫৩

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top