বইমেলা ২০২৪ এ বেঙ্গল বুকস থেকে প্রকাশিত হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সাহিত্যিক আনি এর্নোর আত্মজৈবনিক গ্রন্থ ‘আমি অন্ধকার থেকে বের হতে পারি না’। বইটি মূল ফরাসী থেকে বাংলায় অনুবাদ করেছেন নূরুল আলম। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৮৮ নম্বর স্টলে।
নির্বাচিত বই । বইমেলা ২০২৪ ।। আমি অন্ধকার থেকে বের হতে পারি না। আনি এর্নো ।। ফরাসি থেকে অনুবাদ- নূরুল আলম
