নির্বাচিত বই । বইমেলা ২০২৪ ।। বাঁকা পাজরের মেয়ে। নুরুদ্দিন ফারাহ ।। অনুবাদ- লুনা রাহনুমা

সোমালিয়ার আঠারো বছরের এক অনাথ মেয়ে এবলা। তার দাদা কয়েকটি উটের বিনিময়ে এক বৃদ্ধ লোকের সঙ্গে তার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে জানার পর সে সোমালিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের যাযাবর ক্যাম্প থেকে পালিয়ে যায়। রাজধানী মোগাদিসুতে আসার পরেও সে নিজেকে আবিষ্কার করে একইরকম শক্তিহীন এবং একইরকমভাবে পুরুষদের ওপর নির্ভরশীল, যেমনটা সে আগে ছিল।
এবলা জীবন অতিবাহিত করেছে দাসত্ব, বিবাহ, দারিদ্র্য এবং সহিংসতার মধ্য দিয়ে। আত্ম-পরিচয় বজায় রাখতে তাকে এমন একটি বিশ্বে লড়াই করতে হয়, যেখানে নারীরা ‘গবাদি পশুর মতো বিক্রি হয়’।
নারীর দৃষ্টিকোণ থেকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে লেখা নুরুদ্দিন ফারাহর এই উপন্যাস সোমালিয়ার মানুষের ঐতিহ্যগত মূল্যবোধকে তীব্রভাবে আক্রমণ করেছে। আবার এই উপন্যাসটি মানবিক চেতনার এক উদযাপনও।
উপন্যাস: বাঁকা পাঁজরের মেয়ে
লেখক: নুরুদ্দিন ফারাহ 
অনুবাদ: লুনা রাহনুমা 
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা
উপন্যাসটি পাওয়া যাচ্ছে অমর একুশে মেলায়: বাতিঘরের স্টল নম্বর ১১৭–১২০, চট্টগ্রাম একুশে বইমেলায় স্টল নম্বর ৮–৯।

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top