নির্বাচিত বই । বইমেলা ২০২৪ ।। মার্কসের ইকোলজি : বস্তুবাদ ও প্রকৃতি। জন বেলামি ফস্টার ।। ভাষান্তর- গৌরাঙ্গ হালদার

মার্কসের ইকোলজি : বস্তুবাদ ও প্রকৃতি
জন বেলামি ফস্টার
ভাষান্তর গৌরাঙ্গ হালদার 
প্রচ্ছদ সব্যসাচী হাজরা
মুদ্রিত মূল্য ৮৫০ টাকা

বই সম্পর্কে—
কার্ল মার্কসকে অভিযুক্ত করা হয়, পরিবেশ সম্পর্কে তিনি খুব বেশি সচেতন ছিলেন না। অথচ মার্কসের প্রথম দিকের রচনায় প্রকৃতি ও মানুষের সম্পর্ক প্রসঙ্গে তাঁর গভীর ভাবনা ছিল। অধ্যাপক জন বেলামি ফস্টার এই বইয়ে মার্কসের বাস্তুতান্ত্রিক চিন্তার ওপরে আলো ফেলেছেন। পৃথিবীর বাস্তুতান্ত্রিক অবক্ষয়ের উৎস বুঝতে তিনি প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত মানুষের সামাজিক ও প্রাকৃতিক ইতিহাসের নিবিড় অনুসন্ধান করেছেন। প্রতিবেশগত সংকটের মূলসূত্রগুলো বুঝতে আগ্রহী পাঠকদের এই বই কাজে লাগবে।

বইটি পাবেন—
অমর একুশে মেলায় বাতিঘরের স্টল নম্বর ১১৭–১২০, চট্টগ্রাম একুশে বইমেলায় স্টল নম্বর ৮–৯। বাতিঘর ঢাকা (বাংলা মোটর), চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, আজিজ সুপার মার্কেট (শাহবাগ, ঢাকা), বাংলাবাজার (ঢাকা) শাখায়।

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top