আমাদের মৃত্যু নেই
আমরা জিতব বলে শহীদ হয়েছিলাম। তোমাদের প্রজ্ঞার ভেতর আমাদের উৎসব হওয়ার কথা। ইতিহাস তোমাদের তৈরি হতে বলছে; ট্রিগারে আঙুল ছোঁয়াতে ডাকছে ভবিষ্যৎ।
শাসকের জল্লাদরা আমাদের দিকে গুলির বৃষ্টি ছুঁড়ে দিয়েছিল। আমাদের রক্তাক্ত জামা নিয়ে জননীদের কাঁদতে দেখেছ তোমরা।
অথচ আমরা মায়েদের সম্মানিত করেছিলাম মাত্র। আমরা বিশ্বকে জানিয়েছিলাম যৌবন কত সুন্দর; আমরা দেখিয়েছি জীবন কীভাবে শিল্পকলার চেয়েও বাঙ্ময় হয়ে ওঠে।
অন্ধ বুদ্ধিজীবীদের আলো দিয়েছি আমরা। কোজাগরী রাতের আলোতে কথা বলতে না পারা দিনগুলোর অপমান দূর করেছিলাম আমরা।
আমরা মরিনি। এক-দুই বন্যায় কবে আর বাংলার ভাগচাষীর আবাদের তৃষ্ণা মরেছে।
তোমরা বক্তৃতায় রক্ত ধুয়ে ফেলতে যেও না।
মোমবাতি জ্বালিয়েও আমাদের পাবে না। মোমবাতি গলে যায়, অথচ আমরা স্বাধীনতার অমরত্বের কথা লিখে এসেছি যাত্রাবাড়ী, টিএসসি, বনশ্রী, চট্টগ্রাম, রংপুরে।
প্রতিটি দারুণ জ্যোৎস্নায় আমরা ফিরব তোমাদের পর যারা শক্ত হাতে জানালা খুলে আকাশ দেখতে চাইবে তাদের জন্য।
সচিবালয়ের হিমঘরে নয়, শহীদ মিনারেও নয়, লেবার লাইনের বোবা চাহনিতে খুঁজিও আমাদের। ওদের পাশে দাঁড়িয়ে শহীদ হয়েছিলাম আমরা।
কিন্তু আমরা মরি নাই। ইতিহাস আমাদের বারবার আলিঙ্গন করে নেয় ঈশ্বরীর মতো… চব্বিশে… একাত্তরে… নব্বইয়ে…।
আমাদের মৃত্যু নাই। ইতিহাস তোমাদেরও তৈরি হতে বলছে।
https://youtube.com/shorts/f-BH7fvbzpQ?feature=share