আলোময় চাকমা
আলোময় চাকমা। জন্ম ১৯৭৩ সাল । পিতা সুবিলাস চন্দ্র চাকমা, মাতা রত্নমুখী চাকমা। তিনি নানিয়ার চর উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বাকছড়ি নামক একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহন করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা: মহালছড়ি মহাবিদ্যালয়। কর্মজীবন: ১৯৯৪-৯৬ পর্যন্ত “পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি”তে বেসামরিক সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৯৭ সালে চুক্তির পরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং ২০০০ সালে সাবেক্ষ্যং করল্যাছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
সাহিত্য : ছড়া,কবিতা,গান, ছোটগল্প বিভিন্ন প্রকাশনায় প্রকাশ করার পাশাপাশি ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি ছড়াগ্রন্থ প্রকাশ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছড়াগ্রন্থ হলঃ ফুলবারেঙ্, হক্কেং হক্কেং, তিন্নোমুরি, মনপুদি, নাউরি, রাঙা সবন । এ ছাড়াও বিভিন্ন লিটল ম্যাগাজিন, সাময়িকীতে নিয়মিত লিখে যাচ্ছেন।