বদরুজ্জামান আলমগীর
জন্ম ২১ অক্টোবর ১৯৬৪; কিশোরগঞ্জের বাজিতপুর। পড়াশোনা বাজিতপুরে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন দেশের বাইরে, থাকেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়। মূলত নাট্যকার, কবি ও অনুবাদক।
প্রকাশিত বই :
নাটক— নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে [বাঙলা একাডেমি, ১৯৯৭] আবের পাঙখা লৈয়া [জন্মসূত্র, ২০১৬]
কবিতা— পিছুটানে টলটলায়মান হাওয়াগুলির ভিতর [অপরাজিতা, ২০০৫], নদীও পাশ ফেরে যদিবা হংসী বলো [ঘোড়াউত্রা প্রকাশন, ২০১৯], প্যারাবল— হৃদপেয়ারার সুবাস [ঘোড়াউত্রা প্রকাশন, ২০১৮], দূরত্বের সুফিয়ানা [২০২০, ভাঁটফুল প্রকাশন],
অনূদিত কবিতা: ঢেউগুলো যমজ বোন [২০২০, ঘোড়াউত্রা প্রকাশন]
বাংলাদেশে নাটকের দল ‘গল্প থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা সদস্য; নাট্যপত্রের সম্পাদক। এছাড়া সম্পাদনা করেছেন—সমাজ ও রাজনীতি, দ্বিতীয়বার, সাংস্কৃতিক আন্দোলন, পূর্ণপথিক, মর্মের বাণী শুনি, অখণ্ডিত। প্যানসিলভেনিয়ায় কবিতার প্রতিষ্ঠান ‘সংবেদের বাগান’-এর প্রতিষ্ঠাতা সদস্য।
ই-মেইল : ecattor@yahoo.com