চয়ন মল্লিক
চয়ন মল্লিকের জন্ম ঢাকায় এক শিল্পসাহিত্যপ্রেমী পরিবারে। খুব ছোটোবেলা থেকেই বইপড়ার অভ্যাস। সঙ্গীতচিন্তার পাশাপাশি ভ্রমণকাহিনী, আর গোয়েন্দাগল্প লিখতে চয়ন স্বচ্ছন্দ। পড়া আর লেখার পাশাপাশি চয়নের ভালো লাগার জগতের অবিচ্ছেদ্য অঙ্গ—গান। ঢাকা বিশ্ববিদ্যালয় আর ইংল্যান্ড থেকে ইংরেজী ভাষাতত্ত্বে মাস্টার্স করে চয়ন বর্তমানে কানাডা’র সাস্কাচুয়ান প্রদেশের রাজধানী শহর রিজাইনাতে একটি কলেজে ইংরেজীর শিক্ষক। এ শহরেই তিনি বাস করেন স্বামী ও কন্যা সহ।