চৌধুরী রাশেদ
জন্ম ও শিক্ষা- ফেনীতে। ভাষিক ক্ষেত্রে কাঠামোবাদ বিরোধী। সম্পাদনা- সাহিত্য কাগজ ‘চৌকাঠ’। নিয়মিত গল্প, গদ্য কবিতা, ফিচার লিখেন ছোট কাগজ, ই- ম্যাগাজিন ও ওয়েব পোর্টালে। আগ্রহ- ইসলাম, পাশ্চাত্য ও রাষ্ট্র দর্শন, কম্যুনিজম এবং সাংস্কৃতিক জাগরণবাদ। ব্যবসার পাশাপাশি যুক্ত আছেন রাষ্ট্র চিন্তার সদস্য হিসেবে। ২০২৪ গ্রন্থমেলায় বিজ্ঞান বিষয়ক বই ‘বিজ্ঞানের গল্পকথা’ ও ছোটগল্পের বই ‘চৌকাঠের গল্প’ প্রকাশিত হয়েছে।।