সিরাজুদ দাহার খান
বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে বিদ্যায়তনিক অধ্যয়ন সম্পন্ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। একসময় দু’চার কলম গদ্য-পদ্য-নাটক লিখলেও সে চর্চ্চা অব্যাহত রাখেননি। সম্প্রতি পেশাজৈবনিক লেখালেখির পাশাপাশি সৃজনশীল লেখার প্রতি নিবিষ্ট হচ্ছেন। নাট্যসমালোচনা ও কবিতা লেখেন অনিয়মিত। সম্প্রতি প্রকাশিত হয়েছে আত্মজৈবনিক উপাখ্যান ‘খানসাহেবের খণ্ডজীবন’। ১৯৫৭ সালে মাতৃজেলা পাবনায় জন্ম।