দেবার্ঘ সেন
জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার শেওড়াফুলি। বিজ্ঞান বিভাগের ছাত্র থাকাকালীন কবিতায় প্রবেশ। পেশায় ইঞ্জিনিয়ার থাকলেও বছর ছয়েক আগেই তা সম্পূর্ণ ত্যাগ করে কবিতায় সম্পূর্ণ নিবেশিত । তাঁর মুদ্রিত ও ই-বুক কাব্যগ্রন্থের সংখ্যা আটটি, যার মধ্যে ‘ কাজল বাঁশি ‘, ‘ নির্বীর্যতার জতুগৃহ ‘, ‘ স্পর্শ নামক জেলখানা ‘ (ই-বুক) উল্লেখযোগ্য। নিয়মিত কবিতা লেখার পাশাপাশি বর্তমানে তিনি ‘ গীর্বাণ ‘ নামক একটি ক্ষুদ্র পত্রিকার সম্পাদনার কাজেও নিযুক্ত।