ড. নুরুল আনোয়ার
অধ্যাপক ড. নুরুল আনোয়ার-এর জন্ম ১৯৪৪ সালে ময়মনসিংহ শহরে। মৃত্যু ৫ অক্টোবর, ২০২৩ ঢাকায়। আইনজীবী বাবা শামসুদ্দিন আহমেদ ও মা জুবেদা খাতুন -এর সর্বজ্যেষ্ঠ সন্তান তিনি। লেখাপড়া করেছেন ময়মনসিংহ জিলা স্কুলে। তারপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেন ১৯৭৩ সালে। ২০০৮ সালে তিনি অবসর গ্রহণ করেন। বাল্যকাল থেকেই গান ও ক্রিকেট তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি শ্রী শৈলজারঞ্জন মজুমদারের শিষ্যত্ব গ্রহণ করেন। শৈলজারঞ্জন মজুমদার রবীন্দ্রনাথের সরাসরি ছাত্র ও বিশ্বভারতীর উপাচার্য ছিলেন। তাঁর কাছে তিনি শুদ্ধ রবীন্দ্র সংগীতের দীক্ষা পান। এছাড়া তিনি বিজয়কৃষ্ণ ভট্টাচার্য ও মিথুন দে কেও গুরু হিসাবে পেয়েছেন। ময়মনসিংহে সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে একটি অন্যতম নাম অধ্যাপক ড. নুরুল আনোয়ার। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘শিশুতীর্থ-আনন্দধ্বনি’ সংগীত বিদ্যায়তন। জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহ শহরের আবাল-বৃদ্ধ-বনিতার মনে বিশুদ্ধ সংগীত ও সংস্কৃতির ভিত গড়েছে। বাংলাদেশকে বহু স্বনামধন্য শিল্পী ও আলোকিত মানুষ উপহার দিয়েছে এই প্রতিষ্ঠানটি। সংগীত ও সাহিত্য চর্চার সুবাদে তিনি বহু কিংবদন্তীতুল্য মানুষের সান্নিধ্যে এসেছেন, এর মধ্যে অন্যতম কয়েকটি নাম- শান্তিদেব ঘোষ, কুমার প্রসাদ মুখোপাধ্যায় ও ওয়াহিদুল হক। ড. আনোয়ার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদে যোগদান করেন ১৯৭৮ সালে। সারা বাংলাদেশে রবীন্দ্র সংগীতের প্রচার ও প্রসারের জন্য তিনি বহু কাজ করেছেন। বিভিন্ন প্রসিদ্ধ দৈনিক পত্রিকায় সংগীত বিষয়ক বহু লেখাও লিখেছেন তিনি। ২০১২-২০১৭ সাল পর্যন্ত তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাঁর বাংলাসাহিত্যের অগাধ জ্ঞানের কিছুটা প্রতিফলন হয়েছে বাংলার মহান কবিদের নিয়ে রচিত এই বই ‘বাংলা গানের বনফুল’ এ। এছাড়াও ক্রিকেট নিয়ে তার একটি বই প্রকাশিত হয়েছে ২০২২ সালে কলকাতা থেকে।