নীহারুল ইসলাম
জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৬৭, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরহরি গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যলয়ের কলাবিভাগে। নব্বইয়ের দশকের প্রথমেই লেখালেখি শুরু। দেশ পত্রিকায় লেখা প্রকাশের মধ্য দিয়ে বৃহত্তর পাঠক সমাজে আত্মপ্রকাশ। পশ্চিমবংগ বাংলা আকাদেমি প্রবর্তিত ‘সোমেন চন্দ স্মারক পুরস্কার ২০১০’ সহ ভারত-বাংলাদেশ থেকে আরো বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন। এ পর্যন্ত ১৪ টি বই প্রকাশিত হয়েছে।
সর্বশেষ প্রকাশিত বইঃ ইঁদুর, ইঁদুরের গর্ত, ধান এবং লখিরা (গল্পসংকল-২০১৮), জমিন আসমান(গল্পসংকল-২০১৮)
ইচ্ছাপুতুল(উপন্যাস-২০১৮)।