সামিহা মাহজাবিন অর্চি
জন্মগ্রহণ করেছেন ১৪ই এপ্রিল, ২০০৯ সালে। বর্তমানে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত।
ছোটবেলা থেকে বাড়িতে বই পড়ার একটি আবহ পেয়েছেন। বই পড়ার আগ্রহ থেকেই তার লেখালেখির শুরু। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু ও সত্যজিৎ রায়ের ফেলুদা তার প্রিয় চরিত্রগুলোর তালিকার শীর্ষে। তারপর নিজেই গোয়েন্দা -অ্যাডভেঞ্চার কাহিনি লেখার উদ্যোগ নেন। সেই তাগিদ থেকেই বছরখানেক আগে তিনি লিখে শেষ করেন তার প্রথম উপন্যাস-“পালংকি রহস্য “। এটি প্রকাশ করে সাহিত্যদেশ প্রকাশনা।