শহিদুল হক খান শ্যানন
জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার মির্জাপুরের উয়ার্শী গ্রামে। স্কাউটিং ও থিয়েটারে জড়িয়েছেন কৈশোরেই। লেখালেখির শুরুও সেসময়। ইংরেজি-সাহিত্যে স্নাতকোত্তর ও মার্কেটিং-এ এমবিএ। কর্মজীবনের শুরু সাংবাদিকতায়। পেশা পরিবর্তন করেছেন বারবার। গত এক দশক ধরে গণযোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। লেখার বিষয় কবিতা-গল্প, গান ও নাটক। বেশকিছু ভিন্নস্বাদের উপন্যাস, নাটক ও গল্প অনুবাদ করেছেন। কৈশোরের প্রেম থিয়েটারের সাথে সক্রিয়ভাবেই জড়িয়ে আছে। নাট্য সংগঠন ‘অবয়ব’ নাট্যদলের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।