সৌম্যজিৎ আচার্য
সৌম্যজিৎ আচার্য কবি,গল্পকার,অনুবাদক। অধ্যাপক। প্রকাশিত বই এগারোটি। এছাড়া সম্পাদনা করেছেন আন্তর্জাতিক গবেষণামূলক বই। তাঁর লেখা অনুবাদ হয়েছে ইংরেজি, স্পেনীয়, সার্বিয়ান, মানভূম ও নেপালী ভাষায়।সম্প্রচারিত হয়েছে দক্ষিণ আমেরিকার বলিভিয়ার বিভিন্ন বেতার এফ এম অনুষ্ঠানে।তাঁর লেখা প্রকাশিত হয়েছে ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আমেরিকা, বলিভিয়া, সার্বিয়ার বিভিন্ন সংবাদপত্র ও পত্রপত্রিকায়।