মুহাম্মদ তানিম নওশাদ
পেশায় শিক্ষক, গবেষক ও অনুবাদক। পড়াশোনা করেছেন একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক সম্পর্ক), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (উন্নয়ন অধ্যয়ন) এবং হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে(জর্মন ভাষা)। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক। অনুবাদ করেন জর্মন থেকে বাংলায়, ইংরেজীতে এবং বাংলা থেকে জর্মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে। এছাড়াও অনুবাদ করেন ফরাসী ও রুশ ভাষা থেকে। তাঁর অনুবাদের উপর ২০১৭ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে সেমিনার হয়েছে। একজন পেশাদার গবেষক এবং কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাতে ইতোমধ্যে কাজ করেছেন। বিভিন্ন দেশী ও বিদেশী পত্র-পত্রিকায় তাঁর প্রবন্ধ ও গবেষণা সন্দর্ভ ছাপা হয়েছে।