নির্বাচিত বই ।। বার্মাঃ জাতিগত সংঘাতের সাত দশক ।। আলতাফ পারভেজ

বার্মা: জাতিগত সংঘাতের সাত দশক
বইয়র ধরনঃ রাজনৈতিক
লেখক: আলতাফ পারভেজ
প্রকাশক: ঐতিহ্য
মুদ্রিত মূল্যঃ ১৭০ টাকা

বই সম্পর্কেঃ 
দীর্ঘ সংগ্রামের পর একই সময়ে ব্রিটিশ উপনিবেশিক শাসনমুক্ত হয়েছিল দুটো অঞ্চল। কিন্তু এখন বার্মা কেবল আমাদের প্রতিবেশীই নয়, বিরাট এক উদ্বেগের নামও বটে। বার্মাকে নিয়ে উদ্বিগ্ন বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষও। অথচ বার্মার ভেতরে কী হচ্ছে–আমরা জানি না। দেশটির অভ্যন্তরে এত রক্তপাত ও বৈরিতা কেন? বার্মার সেই ইতিহাস না জেনে বাংলাদেশের আর উপায় নেই। কারণ রক্তপাতের ঢেউ এসে লাগছে নাফের এ পাড়েও। লেখক বার্মার ইতিহাসের ছোট ছোট প্রাসঙ্গিক প্রসঙ্গগুলোর চুম্বক তথ্য এমনভাবে হাজির করেছেন যা নতুন পাঠককেও দেশটির এথনো-পলিটিক্সের একেবারে গভীরে নিয়ে যায়। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতির বিশাল ক্যানভাসে এখানে উঠে এসেছে বার্মার পলিটিক্যাল ইকোনমির প্রায় পুরো চিত্র।

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top