নির্বাচিত বই ।। দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য ।। মোজাফফর হোসেন

দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য
লেখক: মোজাফফর হোসেন
প্রচ্ছদ:
ধরণ: প্রবন্ধ
প্রকাশক: পাঞ্জেরী
প্যাভিলিয়ন: ১৯
মূদ্রিত মূল্য: ১৮০/-

বই সম্পর্কেঃ
বর্তমানে ডায়াসপোরা লেখকগণ বিশ্বজুড়ে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু বিশ্বব্যাপী ডায়াসপোরা সাহিত্য বহুল আলোচিত ও চর্চিত বিষয় হলেও সেসব আলোচনায় ও তত্ত্বে স্থান পায়নি বাংলাদেশ। এমনকি বাংলাভাষার যেসকল লেখক ডায়াসপোরা সাহিত্য নিয়ে ইতিপূর্বে লেখালখি করেছেন, তাদের আলোচনাও ভারত আর ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। সেসব বিবেচনায় এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ডায়াসপোরা সাহিত্য নিয়ে এটিই প্রথম বই। গ্রন্থটির প্রথম অধ্যায়টি হচ্ছে ইতিহাস পর্ব। এই পর্বে ডায়াসপোরা, অভিবাসী ও প্রবাসী বিষয়ক আলোচনার পাশাপাশি স্থান পেয়েছে দক্ষিণ এশিয়ার উপনিবেশ-পূর্ব ডায়াসপোরা, মধ্যযুগীয় ডায়াসপোরা ও আধুনিক ডায়াসপোরা। দ্বিতীয় ভাগে স্থান পেয়েছে ডায়াসপোরা সাহিত্যতত্ত্ব ও কমনওয়েলথ সাহিত্য বিষয়ে আলোচনা। গ্রন্থটির বাংলাদেশ পর্ব অনুসন্ধিৎসু পাঠকের চোখে এক নতুন জগত সূচিত করে। এই পর্বে দেশভাগোত্তর ডায়াসপোরা, বিহারি ডায়াসপোরা, ইরেজি ডায়াসপোরা, বাংলাদেশি বিদেশি ডায়াসপোরার পাশাপাশি বাদ যায়নি রোহিঙ্গা ডায়াসপোরা পর্যন্ত। বাংলাদেশী ডায়াসপোরার পাশাপাশি বইটিতে স্থান পেয়েছে ভারতীয় ডায়াসপোরা, পাকিস্তানি ডায়াসপোরা ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ডায়াসপোরা সাহিত্য। এই বিভাগে আরো স্থান পেয়েছে ডায়াসপোরা সাহিত্য নিয়ে বেশকিছু চমকপ্রদ প্রবন্ধ। এছাড়াও বইটিতে সাক্ষাৎকার পর্বে অসাধারণ কিছূ সাক্ষাৎকার স্থান পেয়েছে। বইটির শেষের অংশে রয়েছে পাঁচ তরুণ ডায়াসপোরা লেখকের চমৎকার একটি আড্ডা। ডায়াসপোরা সাহিত্য তথা দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য নিয়ে যারা ধারণা রাখতে চান, যারা সমকালীন সাহিত্যের বৈচিত্র্যটুকু অনুভব করতে চান; সেসকল আগ্রহী পাঠকের জন্যে এই বইটি পাঠ্য হতে পারে।

লেখক পরিচিতি


মোজাফফর হোসেন
কথাশিল্পী-প্রাবন্ধিক ও অনুবাদক মোজাফ্ফর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগে কর্মরত। প্রধানত ছোটগল্পকার। পাশাপাশি সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি আছে। অতীত একটা ভিনদেশ গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার এবং স্বাধীন দেশের পরাধীন মানুষেরা গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও ছোটগল্পের জন্য তিনি অরণি সাহিত্য পুরস্কার ও বৈশাখি টেলিভিশন পুরস্কারে ভূষিত হন। ছোটগল্প নিয়ে তাঁর পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প বইটি বাংলা সাহিত্যে অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ই-মেইল : mjafor@gmail.com

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top