নির্বাচিত বই ।। সিনেমা সফর ।। বিধান রিবেরু

সিনেমাসফর
লেখকঃ বিধান রিবেরু 
প্রচ্ছদঃ তন্ময় ইরতিজা আনজুম 
প্রকাশকঃ স্বরে-অ প্রকাশনী
প্যাভিলিয়ন নম্বরঃ ১৪ (সোহরাওয়ার্দী উদ্যান)
মূদ্রিত মূল্যঃ০ টাকা। 

বই সম্পর্কেঃ
সিনেফা সফর বইটি মূলত লেখকের দিনলিপি। পুনেতে অবস্থিত বিখ্যাত ফিল্ম ইন্সটিটিউ এফটিআইআই (FTII) তে পাঠকালীন লেখক যেসব শিক্ষকের দেখা পেয়েছেন তাঁদের সম্পর্কে এবং শহরের নানা দর্শনীয় স্থান ও খাবারদাবার নিয়ে ফেসবুকে নিয়মিত জার্নাল লিখেছিলেন ‘পুনের পাঁচালী’ নামে সেটিরই একটু পরিবর্ধিত সংকল। সচিত্র বইটিতে পাঠক সিনেমা ও শহর দুই জায়গাতেই পরিভ্রমণের স্বাদ পাবেন।

চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ বা কলামের বাইরে এসে দুটি ভিন্ন ধরনের বই প্রকাশ সম্পর্কে লেখক বিধান রিবেরু বলেন, ‘শিল্পের গুণ হলো তার তারল্য। তাই যখন যে কথা প্রকাশে যে মাধ্যমকে যুৎসই মনে হয়েছে, আমি সেটাকেই গ্রহণ করেছি। যে কথা রাজনৈতিক কলাম লিখে আর হচ্ছিল না, সেগুলো রূপ নিয়েছে গল্পে। আর যেসব কথা প্রবন্ধের রূপ পায় না, কিন্তু স্বাদু গদ্য হয়ে ওঠে, তা দিয়েই তৈরি হয়েছে একটি জার্নালের বই। ‘ 

লেখক পরিচিতঃ


বিধান রিবেরু 
জন্ম ২২ সেপ্টেম্বর; ঢাকা। শিক্ষা : সাংবাদিকতা ও চলচ্চিত্রে মোট দুটি স্নাতকোত্তর, এর আগে কম্পিউটারে স্নাতক। প্রকাশিত বই— চলচ্চিত্র পাঠ সহায়িকা [রোদেলা, ২০১১] চলচ্চিত্র বিচার [কথা, ২০১৪] বলিউড বাহাস [চৈতন্য, ২০১৫] উসমান সেমবেনের চলচ্চিত্র হালা [কথা, ২০১৭] শাহবাগ : রাজনীতি ধর্ম চেতনা [প্রকৃতি, ২০১৪] বিবিধ অভাব : লিওনার্দো, লালন ও লাকাঁ [ঐতিহ্য, ২০১৫] অনুভূতিতে আঘাতের রাজনীতি ও অন্যান্য [ঐতিহ্য, ২০১৭]। 
ই-মেইল : bidhanrebeiro@gmail.com

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top