লেখালেখির উঠান শ্রদ্ধাঞ্জলি ।। কবি মোহাম্মদ রফিকের পাঁচটি কবিতা

অন্তিম উত্থান
তুমি নেই, চলে গেলে,
অন্ধকার নয়, দেখি আলো
চতুর্দিকে বিচ্ছুরিত আলো
জীবনের আলো, মরণের আলো,
শেষ বিকেলের আলো
খেলা করে চোখে মুখে
এই আলোতেই ঘটে বিপদ ভঞ্জন,

মৃত্যু তবে শেষ নয়, শুরু,
আলোতেই হোক তবে অন্তিম উত্থান!
———
নক্ষত্রের চোখ মোছা জল
কুয়াশায় ভিজে যায় পথিকের মুখ
আমি বলি, নক্ষত্রের চোখ মোছা জল,

ধানের ক্ষেতের শীর্ষ ছুঁয়ে
কুয়াশার আস্তরণ জমে ওঠে,

শ্রোতের মাথায় কুয়াশার ধোঁয়া
যেন কেউ শ্বাস ফেলছে অবিরল,

ঘোর ছায়া মেদুরতা স্মৃতি ভারাতুর,
আমি বলি, এই শীতে মানুষের প্রসব বেদনা!
——-
হতভাগ্য
পথ হারিয়ে পথকে খুঁজি
দিন হারিয়ে খুঁজি কার রাত
খাঁচা খুলে দিয়ে পাখি;
তোর আঙিনায় দুয়ার
মাঝপুকুরে ছুঁতে চাই, জল;
খেলাঘরে, জনম অপার,
ধাতৃগাঁয়ে, গোর অসীমার!
——-
যা কিছু বলার নয়
যে যা কিছু বলুক না
যে গান বাঁধুক সাধু বাউল বা সুফি;
দিনরাত্রি আবাস- নিবাস
দায় ঠাঁই ঠিকানা- জিরাত
হিসাবপত্তর গোছগাছ করে রেখো

কোথা থেকে এলে কিংবা যাবে বা কোথায়,
সে প্শ্ন উহ্য থেকে যাক, ক্ষতি নেই
চড়তেই হবে বা চিতায়,
হবে যদি গৃহকোণ অন্তিমে, মাটির

আজরাইল বা যমদূত, খাংরাস্বরে
জানতে চাইবে, জন্ম- নিবন্ধন কই
মাতা-পিতা নাম-ধাম জাতীয় আই ডি;
বিস্ময়ে বিহ্বল মিনমিন শব্দহীন শব্দে
চাইতেও পারো বা জানতে; খোদ প্রভুও কী জানেন না,

তুমি কে সে অভ্যাগত
কোন বা অতিথি, অবশেষে
এসেছো প্রাণের দ্বারে; তাই হে পথিক
সাবধান, হিসাবে গরমিল যেন বা না ঘটে;

এ-পারে ও-পারে, পারাপারে
ফানা ফানা ফেনিয়ে উঠেছে; বিষবাষ্পসাধাা
——–
সখী,মৃত্যু দাও
সাধিত পোশাকি ভালোবাসা
নয়, ভালোবাসা, মৃত্যু দাও,
অগ্নি কিংবা তুমুল তুষার;
মরে, গোরে পচে গলে—যেতে
যেতে—কাঁদি, চিৎকারে ফাটিয়ে
দিই বিশ্ব, নিস্তব্ধ আকাশ
দাহ, ঢেউ, সাগরে সাগর;
দুটি শব্দে, জীবন, জীবন
তড়পিয়ে তীব্র হু-হুংকারে;
উইমাটি আচ্ছাদিত অস্থি
নালি, ফেটে দোলনচাঁপার
পাপড়ি, নীল গোলাপের ঝাড়;
দেখে নিয়ো, সকল কবর
ভেঙে, মাটি উপড়ে, চিতা থেকে
হত্যাকারী, পুষ্পছুরি হাতে,
চুমু খায় হাতে-মুখে-গালে,
যেখানে যেমন যাকে পারে;
আমার মৃত্যুতে আজ মৃত
মৃত্যু, হিংসা, ঘৃণা, হানাহানি,
চতুর্দিকে, কাজরী উৎসব,
অভিষিক্ত গজলের কলি
পদাবলি, বর-বধূ আলিঙ্গনে
দোলে মালা, বাসর-চুম্বনে;
অন্ধকার, আলো, অন্ধ গাইছে
শেখ ফরিদের মত্তশব্দ প্রাণ,
মীরার ভজন, কবীরের বোল
তোলে এক বাউলিয়া লালন;
তুমি, তবে ভালোবেসেছিলে!

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top