নির্বাচিত বই ।। আদি শামুকের ক্ষুৎপিপাসা ।। সুজালো যশ

আদি শামুকের ক্ষুৎপিপাসা 
লেখক: সুজালো যশ
ধরন: কবিতা
প্রকাশক: চন্দ্রবিন্দু
মূদ্রিত মূল্য: ২০০
স্টল: ২৪৩

বই সম্পর্কেঃ
পাহাড়ে জন্ম নেয়া এ কবির মননে কবিতা বেড়ে উঠছে ভাষা ও চেতনার এক দ্বৈতাদ্বৈততায়। বাংলা ও চাকমা ভাষার দ্বিবিধ চর্চার সংমিশ্রণে দুইটি ভাষিক জগতের অভিজ্ঞতা ও চেতনার এক ধরনের আন্তঃসংযােগের উন্মেষ রয়েছে তার কবিতায়।

ধ্যানস্থ বুদ্ধের নির্বাণ যেন পাহাড়ি যন্ত্রণার ক্রমাগত ব্যবচ্ছেদে জেগে উঠছে কবিতায়। সংস্কৃতির অতীত ও বাস্তবতার বর্তমান মিলে জন্ম নিচ্ছে অস্তিত্ব সঙ্কটের এক রাষ্ট্রনৈতিকতা।
এ সবই কবির মগজে দুইটি ভাষিক অভিজ্ঞতার ক্রমশ বিকাশমানতার সমান্তরালে প্রকাশিত হয়ে চলেছে “আদি শামুকের ক্ষুৎপিপাসায়”- এক মহাকালিক তৃষ্ণার সর্বজনীন আশ্লেষে।

Facebook Comments

comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

scroll to top